নিয়ম না মেনে অগভীর নলকূপ স্থাপন
- Update Time :
সোমবার, ৫ অক্টোবর, ২০২০
-
৫৪
Time View
মোঃনাছিম উদ্দিন
আই ডি নং ৬৩৭
প্রতিনিধি -দেলদুয়ার, টাঙ্গাইল।
দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের মোঃ ওহাব আলী পিং মৃত-আঃ জলিল গ্রাম -দাড়িয়াপুর ডাকঘর-চামারী ফতেপুর উপজেলা -দেলদুয়ার, জেলা-টাঙ্গাইল। তিনি নলকূপ স্থাপনের জন্য অনুমতি পায় মৌজা দাড়িয়াপুর ৩৮৩ দাগের মধ্যে উক্ত দাগে ভূমির মালিক মোঃতারা মিয়া,মোঃচান মিয়া মোঃতোরাপ আলী উভয় পিং মৃত-দানেছ তাহলে সে কি ভাবে উক্ত দাগে অগভীর নলকূপ স্থাপনের অনুমতি পায়। এবং বর্তমানে সে অবস্থান করতেছে ১০৯০দাগে কি ভাবে সম্ভব ৩৮৩ দাগ হইতে ১০৯০ দাগের দূরত্ব আনুমানিক ১২০০মিটার সেচ কমিটির অনুমতি ছাড়া স্থানান্তর করে কিভাবে। অতএব দেলদুয়ার জোনাল বিদ্যুৎ অফিসের দৃষ্টি আকর্ষণ করছি সঠিক তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হইল।
Please Share This Post in Your Social Media