লিও ক্লাব অব সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

লিও ক্লাব অব সিলেটের বৃক্ষরোপণ কর্মসূচি পালন।

120580693 1251584278556243 5449875619843220227 O

নিজস্ব প্রতিবেদক :অক্টোবর সেবা মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে লিও ক্লাব অব সিলেট। ক্লাবটির পক্ষ থেকে আজ নগরীর রাজা জি.সি স্কুলে বিভিন্ন প্রকার ফলজ গাছ রোপন করা হয়।
লিও ক্লাব অব সিলেটের সেক্রেটারি লিও দাইয়ান আহমেদ এর পরিচালনায় এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব সিলেট এবং লিও ডিস্ট্রিক্ট এডভাইজার লায়ন মুহিতুর রহমান, লায়ন্স ক্লাব অব সিলেটের সেক্রেটারি লায়ন আব্দুল্লাহ আল মামুন,রাজা জি.সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল মুমিত ও সহকারী প্রধান শিক্ষক জনাবা হাসিনা মমতাজ |
অতিথিরা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে বেশি করে বৃক্ষ রোপনের আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন, অক্টোবর সেবা মাস কনভেনর ও আইপিপি লিও জাকির আহমেদ,ক্লাব জয়েন্ট সেক্রেটারি লিও ইমরান আলী, জয়েন্ট ট্রেজারার লিও নাঈমুল ইসলাম,লিও উসমান ফাইয়াজ, আকাশ আহমেদ,রাতুল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan