কাবাডিতে নতুন সভাপতি আব্দুল্লাহ আল-মামুন

কাবাডিতে নতুন সভাপতি আব্দুল্লাহ আল-মামুন

6564654

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর দায়িত্ব বুঝে নিলেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

দায়িত্ব পেয়ে মঙ্গলবার পুলিশের ঢাকা রেঞ্জ অফিসে কার্যনির্বাহী পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। নির্বাহী কমিটির বৈঠকে কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়। করোনা প্রাদুর্ভাবের মধ্যে দেশের কাবাডি খেলোয়াড়দের নিজেদের মতো করে প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়েছে।

দেশের কাবাডির মানোন্নয়নে ফেডারেশনের উদ্যোগে স্বল্প সময়ের মধ্যে নতুন কোচেস কোর্স ও নতুন রেফারি প্রশিক্ষণ কোর্স আয়োজন করা হবে। আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘কাবাডি আমাদের জাতীয় খেলা। আমরা চাই দেশের সব জেলায় কাবাডি নতুন করে জেগে উঠবে। সে লক্ষ্যে আমরা ফেডারেশনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালাব। প্রয়োজনীয় উদ্যোগ নেয়া হবে।

তবে শুধু ফেডারেশনের উদ্যোগেই সর্বোচ্চ সফলতা পাওয়া যাবে না, সবার সহযোগিতা প্রয়োজন। আশা করি, দেশের কাবাডিকে এগিয়ে নিতে সবাই আমাদের পাশে থাকবেন।’

জাতীয় পুরুষ বেসবল ওয়ালটন জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপ ৩০ সেপ্টেম্বর শুরু হবে। ঢাকার পল্টন ময়দানে তিনদিনের প্রতিযোগিতায় অংশ নেবে আটটি দল।

শুক্রবার ফাইনাল। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্ট সম্পর্কে বিভিন্ন তথ্য দেন বাংলাদেশ বেসবল-সফটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan