লিও ক্লাব অব সিলেটের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

লিও ক্লাব অব সিলেটের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

119986891 1242285686152769 1103106694719445851 O

নিজস্ব প্রতিবেদক :লিও ক্লাব অব সিলেট এর মাসিক সাধারণ সভা লায়ন্স শিশু হাসপাতাল,সিলেট এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। উক্ত মাসিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন লিও ক্লাব অব সিলেট এর সভাপতি লিও শায়েল আহমদ। সভা পরিচালনা করেন সেক্রেটারী লিও দাইয়ান আহমদ। উক্ত সভায় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সিলেট এর ভাইস প্রেসিডেন্ট ও লিও ক্লাব এডভাইজার লায়ন মুহিতুর রহমান স্যার ও লায়ন্স ক্লাব অব সিলেট এর সেক্রেটারী লায়ন আব্দুল্লাহ আল মামুন স্যার। এছাড়াও লিও ক্লাব অব সিলেট এর পাস্ট প্রেসিডেন্ট, ডিরেক্টরবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মিটিংয়ে অক্টোবর সেবা মাস এর কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। এবং মিটিং শেষে ক্লাব ডিরেক্টর ও লিও ডিস্ট্রিক্ট ভাইস প্রেসিডেন্ট লিও আশরাফুল আহমেদ এর জন্মদিন কেক কেটে উদযাপন করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan