প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে চীনের তৈরি ভ্যাকসিন স্বাস্থ্যকর্মীদের ওপর প্রয়োগ করার অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার। আরব আমিরাতের জাতীয় জরুরী সঙ্কট এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি টুইট বার্তায় এমনটি জানিয়েছে।
জানা গেছে, স্বাস্থ্যকর্মীরা করোনা বৈশ্বিক মহামারি পরিস্থিতিতে ফ্রন্ট লাইন কর্মী হওয়ার তাদের ওপর ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
টুইট বার্তায় আরব আমিরাতের জাতীয় জরুরী সঙ্কট এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলে, এই ভ্যাকসিন আমাদের সম্মুখভাগের যোদ্ধাদের দেওয়া হবে যারা ভাইরাসটি সংক্রমণের ঝুঁকিতে রয়েছেন।
গত জুলাইয়ে চীনের করোনা ভ্যাকসিনের ট্রায়াল শুরু হয় আরব আমিরাতে।