মধুপুরে রাইস ট্রান্স প্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

মধুপুরে রাইস ট্রান্স প্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

119476223 2758972314321737 549973065406298097 N

ডা.এম.এ.মান্নান,আইডি নং-৮১৩
নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে কৃষিসম্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার,১৫ সেপ্টেম্বর ২০২০ খ্রি. দুপুরে কাকরাইদ এলাকায় রাইস ট্রান্স প্লান্টার যন্ত্রের মাধ্যমে চারা রোপণ কার্যক্রম ও চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
খরিপ-২/২০২০-২১ মৌসুমে রোপা আমন ধান চাষে প্রণোদনা কর্মসুচীর আওতায় ট্রেতে উৎপাদিত নাবী জাতের ( বি আর-২৩)রোপা আমন ধানের চারা কৃষকদের মাঝে বিতরণ ও কুবোতা রাইস ট্রান্স প্লান্টার যন্ত্রের মাধ্যমে রোপন কর্মসুচী সম্পর্ন হয়েছে। মধুপুর উপজেলা কৃষিকর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন অরণখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আ: রহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: আব্দুর রাশেদ, অরণখোলা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য মো: আবুল কালাম আজাদ, কাকরাইদ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: শাহিনুর ইসলাম , ভূটিয়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো: সেলিম ও আবেদিন ইকুইপমেন্ট লিমিটেডে এর সহকারী ব্যাবস্হাপক মো: রিজওয়ানুর রহমান সহ এলাকার কৃষক কৃষাণীগন উপস্হিত ছিলেন।
এসময় কৃষক কৃষাণীদের মাঝে উৎসাহ বৃদ্ধির লক্ষে জাপানি প্রযুক্তির কুবোতা ব্রান্ডের ধানের চারা রোপণের যন্ত্রের সাহায্যে চারা রোপণ কার্যক্রম প্রদর্শন করা হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan