২০২২ সালের মধ্যে শেষ হবে ডাবল লাইনের কাজ : রেলমন্ত্রী

২০২২ সালের মধ্যে শেষ হবে ডাবল লাইনের কাজ : রেলমন্ত্রী

59 6

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ‘আগামী ২০২২ সালের মধ্যে ডাবল রেললাইন কাজ শেষ হবে। নির্ধারিত সময়ের আগে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও বৈশ্বিক মহামারী করোনার কারণে থমকে যায় কাজের গতি।

রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্মাণাধীন রেললাইনের কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে যাত্রীরা যাতে চলাচল করতে পারে সেদিকে আমাদের নজর রয়েছে। পাশাপাশি সকলে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। তিনি কসবা স্টেশনে মহানগর প্রভাতী থামার বিষয়ে আশ্বাস দেন।

পরিদর্শনকালে রেলওয়ে পূর্বাঞ্চলীয় পরিচালক (চট্টগ্রাম) সর্দার শাহাদাত হোসেন, রেলওয়ে এডিজি-আই ধীরেন্দ্রনাথ মজুমদার, প্রজেক্ট চিফ আমিরুল ইসলাম, তমা গ্রুপের পরিচালক আবুল কাসেম, কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, সহকারী পুলিশ সুপার মো. মিজানুর রহমান, কসবা পৌর মেয়র মো. এমরান উদ্দিন জুয়েল, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, কসবা প্রেসক্লাবের সভাপতি মো. সোলেমান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan