কৃষি প্রণোদনা হিসাবে বীজ ও সার পেলেন নাগরপুরের ১৪শ কৃষক

কৃষি প্রণোদনা হিসাবে বীজ ও সার পেলেন নাগরপুরের ১৪শ কৃষক

119195732 2757214164497552 2521672108513056187 N

ডা.এম.এ.মান্নান,আইডি নং-৮১৩
নাগরপুর প্রতিনিধি:
টাংগাইলের নাগরপুরে বন্যার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রন্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ, মাসকলাই বীজ ও সার বিতরন করা হয়েছে।
আজ রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০ খ্রি. সকালে নাগরপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা হল রুমে ১৪ শত কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।
কৃষি প্রণোদনার সার ও বীজ পেয়েছেন নাগরপুর উপজেলার ১২টি ইউনিয়নের ১হাজার ৪শ কৃষক। এদের মধ্যে ৭শ জন কৃষক বিভিন্ন প্রকার সবজি বীজ এবং অন্য ৭শ জন কৃষক মাসকালাই বীজ ও সার পেয়েছেন । এবার করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব মেনে বিতরণ করা হয়েছে প্রণোদনার সার ও বীজ।
টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য জ্বনাব মো.আহসানুল ইসলাম টিটুর দিক নির্দেশনায় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও নাগরপুর কৃষি সম্প্রসারন অফিসার মো.ইমরান হোসেন শাকিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক উদ্ভিদ সংরক্ষণ উইং খামারবাড়ী টাঙ্গাইল বি এম রাশেদুল আলম।
সার ও বীজ বিতরণের সময় আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, ইউপি চেয়ারম্যান,ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদার, মো.ছিদ্দিকুর রহমান সিদ্দিক, মো. আনোয়ার হোসেন, এড.দাউদুল ইসলাম দাউদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan