বিমানে ভ্রমণে যাত্রীদের ফেসগার্ড পরতে হবে

বিমানে ভ্রমণে যাত্রীদের ফেসগার্ড পরতে হবে

ওনরসেনরস

করোনার প্রাদুর্ভাব এড়াতে বিমানে ভ্রমণের জন্য যাত্রীদের ফেসগার্ড পরতে হবে। সঙ্গে থাকবে মাস্ক ও হ্যান্ড গ্লোভস। আগামী রোববার থেকে যাত্রীদের ভ্রমণের ক্ষেত্রে এই নিয়ম চালু হচ্ছে। ভ্রমণের সময় যাত্রীদের ফেসগার্ড সরবরাহ করতে হবে এয়ারলাইন্সগুলোকেই।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, আগামীকাল থেকে প্লেনে পাশাপাশি সিটে যাত্রীরা বসতে পারবেন। এছাড়াও আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের (আইকাও) নির্দেশনা অনুযায়ী, ফ্লাইটে ফেসগার্ড ব্যবহার করতে হবে। এটি দেখতে অনেকটা ফেসশিল্ডের মতো। আগের মতো এয়ারলাইন্সগুলোকেই যাত্রীদের হ্যান্ড গ্লোভস, মাস্ক এবং ফেসশিল্ড সরবরাহ করতে হবে।

এদিকে রোববার থেকে প্লেনের সিটে যাত্রী বসায় কোনো বিধিনিষেধ থাকছে না। পাশাপাশি সিটগুলোতে যাত্রীরা বসতে পারবেন বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান।

তিনি বলেন, আগে এক সিটে যাত্রী বসলে পাশের সিট খালি রাখা হতো। এ নিয়ম আর থাকছে না। পাশাপাশি সিটগুলোতে যাত্রী বসতে পারবে। আইকাও নির্দেশনা অনুযায়ী প্রতিটি প্লেনের শেষ দুটি সারির সিটগুলো খালি রাখতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে এবং অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দিয়েছিল বেবিচক। এরপর আরেকটি আদেশে চীন বাদে সব দেশের সঙ্গে ৭ এপ্রিল পর্যন্ত বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এই নিষেধাজ্ঞা সরকারি সাধারণ ছুটির সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে ১৪ এপ্রিল, ৩০ এপ্রিল, ৭ মে, ১৬ মে, ৩০ মে এবং ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়। ১৬ জুন থেকে প্রথমবারের মতো ঢাকা থেকে লন্ডন এবং কাতার রুটে ফ্লাইট চলাচল করার অনুমতি দেয়া হয়। এরই ধারাবাহিকতায় অন্যান্য দেশের ফ্লাইটগুলো চালু করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan