নন্নীতে ডিপ্লোমা চিকিৎসকের বিশেষজ্ঞ ডাঃ বলে মাইকিং করে প্রচার!

নন্নীতে ডিপ্লোমা চিকিৎসকের বিশেষজ্ঞ ডাঃ বলে মাইকিং করে প্রচার!

শেরপুর জেলা সংবাদদাতাঃ
আইডি ৮৩১
শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার নন্নী ইউনিয়নে গত ০৯/০৯/২০ থেকে নিয়মিত মাইকিং এর মাধ্যেমে নিজেকে বিশেষজ্ঞ দাবি করে আত্ব প্রচার করে আসছেন ২ জন মেডিকেল এসিস্ট্যান্ড ডাঃ রাজু মিয়া,ও ডাঃ রিশা সরকার,তারা দুজন স্বামী স্ত্রী, ময়মনসিংহ তালেব আলী ম্যাটস থেকে ডিপ্লোমা ও এফ টি সি, অর্থ -ফিল্ড ট্রেনিং সার্টিফিকেট – অর্থাৎ ইন্টার্নী করেন শেরপুর সদর হাসপাতালে,
এদিকে এলাকাবাসি জানায় নালিতাবাড়ির কদমতলী বাজারে মুদি দোকানি কথিত রবি ডাঃ যিনি সর্ব রোগের চিকিৎসা ও সার্জারি করে আসছেন! এবং ময়নার বাপ সর্বরকম হাড়ের চিকিৎসা ও সার্জারি করে আসছেন।
রবি ডাঃ ৩য় শ্রেণি পর্যন্ত পড়ে ঢাকায় ৫ বছর রিক্সা চালান পরে উপায়ন্তর না পেয়ে নিজ এলাকায় মুদি দোকান দিয়ে পার্বতীতে ডাঃ বনে জান, এবং ময়নার বাপ অন্যের বাড়ীতে বছর মেয়াদি ও দিন হাজিরা কাজ করতেন বলে এলাকার প্রবিন মহিলা জামেনা বেগম জানান,
এলাকাবাসি জমির মিয়া জানায় তাদের অপচিকিৎসায় অনেকের মৃত্যু ও পঙ্গুত্ব বরন করতে হচ্ছে
এলাকাবাসী জানায়
গত ২ দিন যাবৎ তাদের এমন মাইকিং প্রচারে শিক্ষিত মহল বিশ্বয় প্রকাশ করে বলেন যুগ্যতার অতিরিক্ত প্রচার জনমনে বিভ্রান্তি ও সাধারন মানুষ কে বুকা বানানো হচ্ছে! তারা
সিভিল সার্জন সহ কতৃপক্ষের দৃস্টি আকর্ষন করেন।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan