“সাধারণ মানুষদের আইনী সহায়তা দিবে টিপিবি”
- Update Time :
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
-
১৭
Time View
মাসুদ পারভেজ (আইডি নং- ৮৭২)
ঢাকা প্রতিনিধি
বিডি ইউনিয়ন নিউজ
আমাদের দেশের অনেক মানুষই আইনের নিয়ম কানুন না জানার কারণে বিভিন্ন দিক থেকে হয়রানির শিকার হয়ে থাকেন । এর থেকে সাধারণ মানুষদের মুক্তি দিতে নিজের গঠিত টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) মাধ্যমে সহযোগিতা করার বিশেষ উদ্যোগ নিয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী ।
এই বিষয়টি নিশ্চিত করতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে গোলাম রাব্বানী পোস্ট করেছেন, ‘আকাশেতে যত তাঁরা, আইনে আছে তত ধারা’, আইনের সেই ধারার মারপ্যাঁচ আর জটিল ও দীর্ঘসূত্র আইনী প্রক্রিয়ায় প্রতিনিয়ত সীমাহীন ভোগান্তি, বিড়ম্বনা আর অন্যায় নিপীড়নের শিকার হচ্ছেন অসংখ্য সাধারণ মানুষ ।
এতে করে অনেক পেশাজীবী ও অসচ্ছল পরিবার দিন দিন আরও অসচ্ছল হয়ে যাচ্ছে। তাই এধরনের পরিস্থিতির শিকার হওয়া অসহায় ভুক্তভোগীদের জন্য সঠিক আইনগত পরামর্শ ও সেবা প্রদানের মাধ্যমে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠানিশ্চিত করতে সমাজসেবা মূলকসার্বজনীন প্লাটফর্ম, টিম পজিটিভ বাংলাদেশ (টিপিবি)-তে যুক্ত হতে যাচ্ছে আরো একটি অন্যতম সেবামূলক অধ্যায়, টিম পজিটিভ বাংলাদেশ লিগ্যাল সার্ভিস।
Please Share This Post in Your Social Media