বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম, তদন্তে সংসদীয় উপ-কমিটি

বঙ্গবন্ধু কর্নারের বই কেনায় অনিয়ম, তদন্তে সংসদীয় উপ-কমিটি

ওনেরেসমনমসনম 384x220

বেসরকারি টেলিভিশনের এক সাংবাদিকের অনিয়মের মাধ্যমে ২০ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়ার চেষ্টা তদন্ত করতে সংসদীয় উপকমিটি গঠন করা হয়েছে।

মুজিববর্ষ উপলক্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘বঙ্গবন্ধু কর্নার’-এর জন্য বঙ্গবন্ধুবিষয়ক বই কেনা এবং সেই বইয়ের গ্রন্থস্বত্ব ও মেধাস্বত্ব চুরির ঘটনা খতিয়ে দেখার দায়িত্ব দেওয়া হয়েছে ৪ জন সংসদ সদস্যকে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ৮ম বৈঠকে এই উপকমিটি গঠন করা হয়।

সংসদ সদস্য মো. নজরুল ইসলাম বাবুকে আহ্বায়ক করে ৪ সদস্যের একটি সাব-কমিটি গঠন করে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-আলী আজম এমপি, বেগম শিরীন আখতার এমপি ও মো. মোশারফ হোসেন এমপি।

বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, বেগম শিরীন আখতার, বেগম ফেরদৌসী ইসলাম ও মো. মোশারফ হোসেন অংশ নেন।

বৈঠক শেষে কমিটির সভাপতি সভাপতি মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, কমিটি এরইমধ্যে গণমাধ্যমে প্রকাশিত পুস্তক ক্রয়ের অনিয়মের বিষয়ে তদন্ত করার জন্য সাব-কমিটি গঠন করেছে। আমরা বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পারি। এবিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আকরাম-আল-হোসেন, অতিরিক্ত সচিব, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিঃমহাপরিচালক, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan