(মোঃ মহাসিন মিয়া-৮৩৬, খাগড়াছড়ি)
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৮ মার্চ থেকে সারাদেশের মত খাগড়াছড়ির সকল পর্যটনকেন্দ্র বন্ধ করে দেয় জেলা প্রশাসন।
এতে ক্ষতিগ্রস্ত হয় জেলার পর্যটন ব্যবসায়ী ও কর্মচারীরা। পর্যটনকেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্তে হাসি ফুটেছে তাদের মুখে। বিগত ৫ মাস যাবৎ বন্ধের পর এবার কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবানের পর খাগড়াছড়ির সকল পর্যটনকেন্দ্রগুলো খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
২৮ আগস্ট থেকে শর্তসাপেক্ষে ও সীমিত পরিসরে খুলছে জেলার সব পর্যটনকেন্দ্র। রোববার রাতে জেলা প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে খাগড়াছড়ির জেলা প্রশাসক মহোদয় জনাব, প্রতাপ চন্দ্র বিশ্বাস এ তথ্য জানান।
তিনি জানান, ২৮ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি সংক্রান্ত ছয় শর্ত মেনে খাগড়াছড়ি জেলা পরিষদ পার্ক, রিসাং ঝরনা,আলুটিলা গুহা ও মায়াবিনী লেক সীমিত পরিসরে খুলে দেয়া হবে।