রাজশাহীরর মোহনপুর এসিডির উদ্যোগে ও ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশে শিশু বিবাহ নিরোধের প্রকল্পে অভিভাবকদের প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টা হতে দিনব্যাপী ঘাসিগ্রাম ইউনিয়ন পরিষদে এ প্রশিক্ষণ অনুষ্টিত হয়।প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন,এসিডি প্রোগ্রাম অফিসার জুলেখা খাতুন। প্রশিক্ষনে অনুষ্ঠানে শিশু বিবাহ কি? শিশু বিবাহের কুফল, শিশু বাবহ বন্ধের উপায়, শিশু বিবাহের আইন, শিশু ঝঝে পড়ার কারণ ও প্রতিরোধের উপায়, শিশু বিবাহ বন্ধে অভিভাবকদেও ভুমিকা ও দলীয় কাজ ইত্যাদি আলোকপাত করা হয়। অনুষ্ঠানে অভিভাবক তহমিনা বলেন আজকে প্রশিক্ষনের ফলে প্রতিফলন ঘটানোর জন্য এলাকার যে কোন শিশু বিবাহ বন্ধের জন্য জীবন বাজি রেখে কাজ করবো এবং শিশু বিবাহ বন্ধ করবো। অভিভাবক আশরাফুল আরিফ বলেন শিশু বিবাহ প্রতিরোধে তারা কাজ করছে এবং ভবিষ্যতে করবে। শিশু বিবাহ বন্ধের জন্য ফোরাম সদস্যদের সহযোগিতা করবো