নাগরিকদের পরিবারের জন্য সীমান্ত খুলছে সৌদি

নাগরিকদের পরিবারের জন্য সীমান্ত খুলছে সৌদি

Cxbcvb 1

করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে যাওয়ার জেরে অন্য দেশগুলোর মতো সীমান্ত বন্ধ করে দেয় সৌদি আরব। তবে সৌদি আরবের সাধারণ পাসপোর্ট অধিদপ্তর জানিয়েছে, সীমান্তের চারটি অংশ দিয়ে সে দেশে প্রবেশ করা যাবে।

করোনাভাইরাস মহামারির মধ্যেই কড়াকড়ি আরো কিছুটা শিথিল করার অংশ হিসেবে গতকাল সোমবার জানানো হয়, সৌদি আরবের নাগরিকদের পরিবারের সদস্যরা ওই চার স্থান দিয়ে প্রবেশ করতে পারবেন।

এক্ষেত্রে সৌদি নাগরিকদের স্ত্রী-স্বামী বা সন্তানরা নাগরিক না হওয়া সত্ত্বেও প্রবেশ করতে পারবেন। আরব নিউজ এবং স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এমনকি গাড়ি চালক ও গৃহকর্মীদেরও প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে। সৌদি নাগরিকের পরিবারের সদস্যদের যারা প্রবেশ করতে চান, আগে থেকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনলাইনের মাধ্যমে যাবতীয় তথ্য সরবরাহ করে অনুমোদন নিতে হবে।

সূত্র : খালিজ টাইমস

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan