ফেসবুক করোনাবিষয়ক পোস্ট শেয়ারে সতর্ক করবে

ফেসবুক করোনাবিষয়ক পোস্ট শেয়ারে সতর্ক করবে

54 8

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোভিড-১৯ বিষয়ক পোস্ট শেয়ারে সতর্ক করবে প্রতিষ্ঠানটি। করোনাভাইরাস নিয়ে ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে নতুন সতর্ক ব্যবস্থা চালু করেছে।

এ ফিচারের মাধ্যমে কোভিড-১৯ নিয়ে কোনো পোস্ট শেয়ার করতে গেলে নতুন নোটিফিকেশন পর্দায় ওই পোস্ট নিয়ে বাড়তি তথ্য বা লিঙ্ক দেখাবে সামাজিক মাধ্যম জায়ান্ট প্রতিষ্ঠানটি।

ফেসবুকের দাবি, এখানে তাদের লক্ষ্য হচ্ছে ‘কোনো কনটেন্ট শেয়ারের আগে গ্রাহক যাতে ওই পোস্টের সাম্প্রতিক তথ্য এবং সূত্র বিষয়ে বুঝতে পারে’ এবং মানুষকে আমাদের কোভিড-১৯ ইনফরমেশন সেন্টারে নিয়ে যেতে পারে, যাতে তারা বৈশ্বিক স্বাস্থ্য কর্মকর্তাদের কাছ থেকে বিশ্বাসযোগ্য তথ্য পান। নতুন নোটিফিকেশন পর্দার লক্ষ্য পুরনো, অপ্রচলিত এবং ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করা।

ফেসবুক জানিয়েছে, বিশ্বাসযোগ্য এবং সহায়ক লিঙ্কের তথ্য যাতে এ পর্দায় আটকে না যায় সে বিষয়টিও তারা খেয়াল রাখবে। করোনাভাইরাস নিয়ে বিপজ্জনক ষড়যন্ত্র তত্ত্ব এবং অন্যান্য ভুয়া তথ্য ছড়ানো বন্ধ করতে মার্চ মাস থেকেই পদক্ষেপ নিতে শুরু করেছে ফেসবুক।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan