তুফান

তুফান

Fb Img 1705024924537

চলছে তুফান সিনেমার প্রি প্রোডাকশনের কাজ। এরকম সেটই দেখা যাবে সিনেমায়। ভারতের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে নির্মিত হচ্ছে এই সেট। ১৯৯৫ সালের মহা মিলন ছবির পোস্টার দেখা যাচ্ছে একটি হলে। ঐ সময়কে কেন্দ্র করে নির্মিত হচ্ছে তুফান।

অন্যদিকে যে বাজেট অপারেশন জ্যাকপট পেয়েছে তারাও চাইলে এমন যত্ন করে সিনেমাটা বানাতে পারতো। সেই আশা ও পরিকল্পনা নিয়েই দীর্ঘদিন ধরে কাজ করছিলেন গুনি নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম। অথচ তার কাছ থেকে সিনেমাটা ছিনিয়ে নিয়ে দিয়ে দেয়া হলো কিছু অথর্বদের হাতে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan