হাম দিল দে চুকে শুটিং চলছে

হাম দিল দে চুকে শুটিং চলছে

Fb Img 1704591396694

হাম দিল দে চুকে সানামের শেষ পর্বের শ্যুটিং চলছে। সালমান সেটে এলেন তাঁর প্রিয় বন্ধু সুরাজ বারজাতিয়ার সাথে, যে এর আগে তাকে ম্যানে পেয়ার কিয়া, হাম আপকে হ্যায় কৌনের মতো মুভিতে ডিরেক্ট করেছেন। ভাবছেন সালমান এ মুভির শ্যুটিং স্পটে সুরাজবাবুকে কেন নিয়ে এলেন তাইতো? শুনুন তাহলে..

মুভির ক্লাইম্যাক্সে ঐশ্বর্য তার স্বামী অজয় দেভগণের সাথে হেটে চলে যাচ্ছেন পিছনে প্রেমিক সালমান কে ভগ্ন অবস্থায় ফেলে। এদিকে সুপারস্টার সালমান যিনি তখন ঐশ্বর্যের সাথে রিলেশনশিপে ছিলেন, এমন ক্লাইম্যাক্স মেনে নিতে পারেন নি তিনি। তিনি প্রাণপণে চেস্টা করেছেন মুভির লেখক এবং পরিচালক সঞ্জয় লীলা ভানশালীকে মুভির শেষে তাঁর সাথে যেন ঐশ্বর্যের মিলন হয়। কিন্তু সঞ্জয় তো এক নাছোড়বান্দা মানুষ। তিনি তাঁর লিখা গল্পে কোনো পরিবর্তন আনতে নারাজ, ওদিকে সালমান তাঁর প্রেমিকার সাথে অনস্ক্রিনেও এরকম বিচ্ছেদ মেনে নিতে পারছেন না। তিনি চাননা তাঁর প্রেমিকা অন্য কারো হাত ধরে তাকে ছেড়ে চলে যাক।

তাই ডেকে নিয়ে আসলেন তাঁরই প্রিয় বন্ধু আরেক বিখ্যাত মুভি নির্মাতা সুরাজ বারজাতিয়া কে।

দু’জন মিলে অনেকক্ষণ বুঝাতে চেস্টা করলেন সালমানের সাথে যেন ঐশ্বর্যের মিলিয়ে দেয়া যায় ক্লাইম্যাক্সে। কিন্তু টানা ২ঘন্টা বুঝানোর পরও সঞ্জয় পিছু হাটেননি তাঁর সিদ্ধান্ত থেকে। শেষমেশ যা হবার তা ই হলো সালমানের চোখের পানি বিফলে গেলো, ওদিকে ঐশ্বর্য অজয়ের সাথে হেটে চলে গেলো। 💔

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan