কোচের তালিকাতেও নেই মাহমুদউল্লাহ রিয়াদ!
এশিয়া কাপকে সামনে রেখে ৩২ জন ক্রিকেটারকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে প্রস্ততি ক্যাম্প। যেখান থেকে স্কিল ও ফিটনেস টেস্টের মাধ্যমে মূলত ২০/২২ জনকে নিয়ে গঠণ করা হবে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াড, তারপর সেখান থেকে বেছে নেওয়া হবে চূড়ান্ত স্কোয়াড।
মাহমুদউল্লাহ রিয়াদ ৩২ জনের সেই তালিকায় থাকলেও, তাকে নিয়ে আগ্রহ নেই নির্বাচক প্যানেলের। তবে বোর্ডের অনেক কর্মকর্তারাই চান এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য সাত নম্বর পজিশনে যেন রিয়াদকে রাখা হয়।
সেই আলোচনায় উঠে এসেছে আরো এক নতুন তথ্য। এবার জানা গেল স্কিল ক্যাম্পের জন্য কোচের দেওয়া ২০ জনের তালিকায়ও নেই রিয়াদের নাম। জাতীয় দল নির্বাচক প্যানেলের ভোটও পড়েনি মিডলঅর্ডার এ ব্যাটারের ব্যালটে। ফলে এশিয়া কাপ ও বিশ্বকাপের জন্য ২০ জনের একটি পুল তৈরি করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা।
সূত্র: সমকাল