ভবিষ্যতে বাংলাদেশের ৩ জন সুপারস্টার

ভবিষ্যতে বাংলাদেশের ৩ জন সুপারস্টার

Fb Img 1690839499697

🔰 ভবিষ্যতে বাংলাদেশের ৩ জন সুপারস্টার 🔰

1️⃣ তৌহিদ রিদয় ➡️ ক্রিকেটার বাংলাদেশ জাতীয় দল! খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ না খেললেও নিজেকে প্রমান করে চলেছেন রিদয়!

2️⃣ শেখ মুরসালিন ➡️ ফুটবলার বাংলাদেশ জাতীয় ফুটবল দল! বয়স মাত্র ১৭ আর এই বয়সেই নিজেকে প্রমান করেছেন মুরসালিন! ঘরোয়া লীগ বিপিএল থেকে শুরু করে জাতীয় দলেও নিজের জাত চিনিয়ে ছেন তিনি! সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়ানশিপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২ টা গোল করেছেন!

3️⃣ মারুফা আক্তার ➡️ ক্রিকেটার বাংলাদেশ জাতীয় নারী দল! যে মেয়েটি কিছুদিন আগেও বাবার সাথে জমিতে কাজ করতো আজ সেই মেয়েটি বাংলাদেশের জার্সি গায়ে দাপিয়ে বেড়াচ্ছে! শুরুটা ২০২২ সালের নারী ১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে! তারপর জাতীয় দলের হয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেও ডাক পান! সদ্য সমাপ্ত বাংলাদেশ বনাম ভারত সিরিজে ১ম ওয়ানডেতে ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয়ের দিন ৪ উইকেট নিয়েছেন মারুফা আর শেষ ওয়ানডে তে তার বোলিং ঝলকেই নিশ্চিত হারা ম্যাচ ড্র করে বাংলাদেশ!

❗সঠিক পরিচর্চা পেলে এরাই হবে বাংলাদেশের ভবিষ্যৎ সুপারস্টার ❗

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan