আগামী বছর ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়ামঞ্চ অলিম্পিক আসর

আগামী বছর ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়ামঞ্চ অলিম্পিক আসর

Fb Img 1690839038603

আগামী বছর ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় ক্রিয়ামঞ্চ অলিম্পিক আসর।🏅🏅🏅

৪ বছর পর পর অনুষ্ঠিত হওয়া এই আসরের ফুটবলে পরপর দুইবার চ্যাম্পিয়ন ফুটবলের দেশ ব্রাজিল 🇧🇷

২০১৬ সালের রিও অলিম্পিকে নেইমারের সেই শেষ পেনাল্টিতে ব্রাজিল দলকে প্রথম বারের মতো অলিম্পিক স্বর্ণ জেতানো, এরপর পরবর্তী আসর করোনার কারণে ১ বছর পিছিয়ে ২০২০ সালের পরিবর্তে ২০২১ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত হলে রিচা,মার্তিনেল্লি,এন্তোনী,ম্যালকমদের অসাধারণ পারফরম্যান্সে সেবার ও জিতে যায় ব্রাজিল 🇧🇷🔥🔥

আগামী আসরে 🇧🇷 অলিম্পিক চ্যাম্পিয়ন হতে পারলে টানা তিনবার হ্যাট্রিক অলিম্পিক স্বর্ণ জয়ের গৌরব অর্জন করবে ব্রাজিল। সামনের আসরের জন্য যোগ্য কোচ আর বিভিন্ন পজিশনের জন্য,সঠিক খেলোয়াড়দের বাছাই করতে পারলে,চ্যাম্পিয়ন হওয়া অসম্ভব কিছুই না।😊

 

Confederação Brasileira de Futebol 💚

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan