মো:জহিরুল ইসলাম, রিপোটার।আইডি নং ১০৮০
টঙ্গীর ৫৪ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি পদপ্রার্থি রফিকুল ইসলাম রফিক যে কোন প্রার্থির চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে আছেন বলে মনে করেন এলাকাবাসি এবং যুবলীগের সাধারন নেতাকর্মিরা। জনপ্রিয়তায় এগিয়ে থাকার কারন হিসেবে যুবলীগ কর্মি রাশেদ জানান, রফিকুল ইসলাম টঙ্গী সরকারি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেন,ছাত্র থাকা অবস্থায় গত বি এন পির আমলেই তিনি শহীদ আহসান উল্লাহ স্যারকে ভালোবেসে ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন,এক সময় টঙ্গী কলেজের জনপ্রিয় ছাত্রলীগ নেতা হয়ে উঠলে ছাত্রদলের কতিপয় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দ্যেশে মাথায় আঘাত করে মর্মান্তিক ভাবে আহত করেন,আল্লাহর অসেষ রহমতে তিনি বেচে যান কিন্তু রাজনীতির হাল ছারেন নি,রাশেদ আরও বলেন রফিকুল ইসলাম রফিক একজন অধুমপায়ি মানুষ তাই তিনি নেতা নির্বাচিত হলে মাদক মুক্ত সমাজ গড়তে বিশেষ ভূমিকা রাখবেন বলে মনে করি।এ ব্যাপারে রফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান আমি বিগত দিনে বি এন পির অত্যাচারিত আমল থেকে শহীদ আহসান উল্লাহ মাস্টার এর একজন সক্রিয় কর্মি হয়ে সকল আন্দোলন সংগ্রামে অংগ্রহন করেছি, দলের জন্য মেধা শ্রম দিয়েছি, আমাদের প্রিয়নেতা জনাব জাহিদ আহসান রাসেল ভাইয়ের সাথে ছিলাম,আছি এবং থাকবো তাই যুবলীগের সভাপতি পদপ্রার্থী হয়েছি, ব্যাপক সাড়া পেয়েছি, দল মূল্যয়ন করলে অবশ্যই আমি সভাপতি নির্বাচিত হবো বলে বিশ্বাস করি। এ ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করি