ভোলা পৌর সভাকে এ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত

ভোলা পৌর সভাকে এ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত

271962795 974875680133657 1812655884991293384 N

মোঃ রতন কেরানীগঞ্জ রিপোর্টার
আইডি নাম্বারঃ ১০২৬
ভোলা পৌরসভাকে এ্যাম্বুলেন্স উপহার দিয়েছে ভারত । এ সময় ভারতীয় সহকারী হাইকমিশনার (খুলনা) রাজেশ কুমার রায়না বলেন, আমরা যে এ্যাম্বুলেন্সটি উপহার দিলাম তাতে অত্যাধুনিক জীবন রক্ষাকারী যন্ত্রপাতি রয়েছে। এটি রোগীদের জরুরী সেবা ও ট্রমা লাইফ সাপোর্ট প্রদানে সাহায্য করবে। ভোলা পৌরসভার ভবন চত্বরে শনিবার বিকাল ৩ টার সময় ভারতীয় সহকারী হাইকমিশনার রাজেশ কুমার রায়না পৌর মেয়র মনিরুজ্জামান মনিরের কাছে এম্বুলেন্সটির চাবি হস্তান্তর করেন।।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan