মাহাফুজ আইডি নং৯৭৩। ঠাকুরগাঁও জেলার পীরগন্জ উপজেলার দৌলতপুরে রাস্তার সংলগ্নে সাধারণ জনগণের মাঝে টিসিবি এর পন্য বিক্রি করা হয়, নিত্য প্রয়োজনীয় জিনিস এর দাম বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগনের যখন বেহাল অবস্থা তখন সরকারের এই উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনসাধারণ। টিসিবি এর পন্যের মধ্যে চিনি ৫৫টাকা,মশুরডাল ৬০টাকা,পেঁয়াজ ৩০টাকা,সয়াবিন তেল ১১০ টাকা লিটার দরে বিক্রি করা হয়।