ইউপি নেতা কর্মীর সাথে সংসদ সদস্যের আলোচনা সভা

ইউপি নেতা কর্মীর সাথে সংসদ সদস্যের আলোচনা সভা

239547560 3037637496564052 573487987519636694 N

রাসেল আহামেদ রাজশাহী আইডি 1019
আজ মঙ্গলবার রাজশাহী- ৩ পবা, মোহনপুর আসনের মাননীয় এমপি জনাব মোঃ আয়েন উদ্দিন হুজুরিপাড়া ইউপির দলীয় নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন, এ সময় তিনি বর্তমান প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে আলোচনা করেন । এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকল সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন কর্ণহার থানা (আরএমপি) অফিসার ইনচার্জ জনাব মোঃ আনোয়ার আলী তুহিন, হুজুরীপাড়া ইউপির সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ গোলাম মোস্তফা এবং আওয়ামী লীগ যুবলীগ এবং ছাত্রলীগের নেতা কর্মীগণ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan