গাইবান্ধা রিপোর্টার (৯৭৮),তারিখঃ-আজ ০৭ আগস্ট,২০২১ রোজ শনিবার সকাল ৯ঃ০০ টায় গাইবান্ধা পৌরসভা কোভিড-১৯ গণ টিকা কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক জনাব মোঃ আব্দুল মতিন।
জেলা প্রশাসক বলেন সরকার দেশের মানুষের নিরাপদ রাখার জন্য এই মহতি উদ্যোগ হাতে নিয়েছে।
আপনারা নিশ্চিতে ও স্বতঃস্ফূর্ত ভাবে করোনার টিকা গ্রহণ করে নিজে ও পরিবারের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করুন।
জেলা প্রশাসক আরোও বলেন স্বাস্থ্য বিধি মানতে হবে এবং বাহিরে গেলেই মাস্ক পরিধান করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল ইসলাম, সিভিল সার্জন জনাব মোঃ আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রবিউল হাসান; মেয়র গাইবান্ধা পৌরসভা জনাব মতলুবর রহমান, উপজেলা নির্বাহী অফিসার গাইবান্ধা সদর জনাব আব্দুর রাফিউল আলম সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে জেলা প্রশাসক বোয়ালি ইউনিয়ন পরিষদ ও বাদিয়াখালি স্কুল ও কলেজ মাঠে গণ টিকা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন জনগণ স্বতঃস্ফূর্তভাবে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে।
সরেজমিনে পরিদর্শন করে দেখা যায় ২৫ বছরের উর্ধ্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে সুশৃঙ্খলভাবে উপস্থিত হয়েছে।
উপস্থিত সাধারণ জনগণ এ সময় টিকা পাওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এছাড়াও গাইবান্ধা জেলার সকল উপজেলায় অনুরুপ কার্যক্রম চলছে।