প্রস্তুত গৌরীপুর রেলওয়ে স্টেশন।। কাল থেকে শুরু হচ্ছে ট্রেন চলাচল
- Update Time :
বুধবার, ১৪ জুলাই, ২০২১
-
২২
Time View
মোঃ মাইনউদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ।। আইডি নং-৭২৭
সকাল ১০টা। স্বাভাবিক সময়ে ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনে এ সময়টা অফিস টাইম হওয়ায় সাধারণ মানুষের ভিড় থাকে উপচে পড়া। বিশেষ করে ঈদের আগে ঈদের যাত্রার টিকিট ছাড়লে স্টেশনের প্লাটফর্ম ও টিকিট কাউন্টারের সামনে পা রাখার জায়গাটিও মেলে না। তবে করোনা পরিস্থিতি পাল্টে দিয়েছে সে চিত্র। খুব ভিড় থেকে মোটামুটি মানের একটা ভিড় গতবার দেখা গেলেও এবার সে চিত্র পুরোই আলাদা। বুধবার (১৪ জুলাই) সকালে ময়মনসিংহের গৌরীপুরে রেলস্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনে প্ল্যাটফর্মগুলো যেমন যাত্রীশূন্য, তেমনি টিকিট কাউন্টারের সামনেও নেই ভিড়। এছাড়া স্টেশনের টিকিট কাউন্টার সবগুলোই বর্তমানে বন্ধ। ফলে অনলাইনে টিকিট বিক্রি হচ্ছে এবং যারা ভুল করে টিকিটের জন্য স্টেশনে আসছেন, তারাও ফিরে যাচ্ছেন অথবা মোবাইল ফোন বের করে অনলাইনে টিকিট করছেন। তবে অনলাইনে টিকিট সংগ্রহের ক্ষেত্রে ঝামেলা পোহাতে হচ্ছে বলেই জানিয়েছেন সাধারণ মানুষ।
এ বিষয়ে সকালে স্টেশনে টিকিট কাটতে আসা কিশোরগঞ্জের যাত্রী আব্দুল কাদির বলেন, ঈদযাত্রার ট্রেনের টিকিটের জন্য সকাল সকাল স্টেশনে এলাম, কিন্তু এসে দেখি এখানকার সমস্ত টিকিট কাউন্টার বন্ধ। সবাই জানালো অনলাইনে টিকিট করতে হবে। কিন্তু অনলাইনে টিকিট করা যেন ঝামেলাপূর্ণ কাজ, সহজে হতে চায় না। মোট ৩৮ জোড়া আন্তঃনগর এবং ১৯ জোড়া লোকাল ট্রেন যাত্রীদের সেবা দেবে। যাত্রীদের ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরতে হবে। এদিকে স্টেশন ঘুরে দেখা গেছে, ট্রেনযাত্রা উপলক্ষে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে গৌরীপুর রেলওয়ে স্টেশনে। সকাল থেকেই স্টেশন পরিষ্কার, জীবাণুনাশক দিয়ে ধোয়া হয়েছে। এখন শুধু ট্রেন অাসার অপেক্ষা।
Please Share This Post in Your Social Media