গাইবান্ধার ফুলছড়িতে সেনাবাহিনী কর্তৃক দু:স্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ”

গাইবান্ধার ফুলছড়িতে সেনাবাহিনী কর্তৃক দু:স্থ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ”

216189431 1906069009566546 1309761543745174717 N

এস, ইসলাম, গাইবান্ধা রিপোর্টার (৯৭৮)ঃ
চলমান করোনার পরিস্থিতি মোকাবেলায় রংপুর বিভাগের অসহায় ও দু:স্থ মানুষের পাশে দাঁড়াতে সেনাবাহিনীর ৬৬ পদাতিক বাহিনী কর্তৃক ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় ৬৬ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ২৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির তত্ত্বাবধানে শনিবার গাইবান্ধার ফুলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুলছড়ি উপজেলার চরাঞ্চলের ১০০ দু:স্থ অসহায় পরিবারের মধ্যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সেনাবাহিনীর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো. ইশতিয়াক বিন ইউসুফ জি এবং লেফটেন্যান্ট মো. আবরার হোসেন। ত্রাণ সামগ্রীর মধ্যে চাল ৫ কেজি, ডাল ১ কেজি, তেল ৩৩০ মিলি লিটার, চিনি ১ কেজি, সাবান ১টা ও আটা ১ কেজি।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan