এস,ইসলাম, গাইবান্ধা রিপোর্টার (৯৭৮);
আজ ১১ জুলাই, ২০২১ খ্রিঃ তারিখে গাইবান্ধা পৌরসভার আয়োজনে,কর্মহীন, অসহায়, গরীব ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী খাদ্য দ্রব্য বিতরণ করা হয়।
বিকালে শহরের শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে উপহার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল মতিন, জেলা প্রশাসক,গাইবান্ধা।
প্রধান অতিথি বলেন এই অতি মহামারি করোনাকালে কেউ অভুক্ত থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রী সেজন্য আপনাদেরকে এই উপহার সামগ্রী পাঠিয়েছেন।
তিনি আরো বলেন বর্তমান সরকার সকল অসহায় ও দুঃস্থ দেরকে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা প্রদান করেছেন।
জেলা প্রশাসক বলেন এই লকডাউন চলাকালীন কেউ প্রয়োজন ছাড়া বাহিরে বের হব না, সামাজিক দুরত্ব মেনে চলব ও মাস্ক পরিধান করব।
এই দূর্যোগের সময় সরকার আপনাদের পাশেই আছে। পরবর্তীতে আরও খাদ্য সহায়তাসহ অন্যান্য ত্রাণ কার্যক্রম চালানো হবে।
আপনারা ধৈর্য ধারণ করে এই মহামারি কে আমরা মোকাবিলা করব।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মতলুবর রহমান। এসময় পৌরসভার কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর গণ উপস্থিত ছিলেন।