এস, ইসলাম, গাইবান্ধা রিপোর্টার (৯৭৮)
আজ গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধা দোকান মালিক কর্মচারীদের মাঝে প্রধানমন্ত্রী ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে স্বাস্থ্য বিধি মেনে ১০০ জন কর্মহীন দোকান কর্মচারীদেরকে প্রদান করা হয়।
এসকল খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল,তেল, চিনি, সেমাই ও লবণ। উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আবদুল মতিন।
জেলা প্রশাসক বলেন- করোনা ভাইরাস সংক্রমণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে তাই আমাদেরকে সচেতন হতে হবে, লকডাউন মেনে চলতে হবে ও আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে হয়তো আল্লাহ আমাদেরকে এই মহাবিপদ করোনার হাত থেকে রক্ষা করবেন।
পর্যাপ্ত খাদ্য মজুদ আছে তাই কাউকে খাদ্য নিয়ে উদ্বিগ্ন না-হওয়ার পরামর্শ দেন তিনি।
পর্যায়ক্রমে আরো সহায়তা করা হবে এমন আশ্বাস দেন জেলা প্রশাসক । এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান, জেলা দোকান মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান,জেলা দোকান কর্মচারী ইউনিয়ন এর সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক চঞ্চল সাহা প্রমুখ।