মাহাফুজ আইডি নং৯৭৩। ঠাকুরগাঁও পীরগন্জ উপজেলায় কঠোর লকডাউন চলছে। কিছু মানুষের জীবন জীবিকার পরিবর্তন ঘটেছে।তাই তারা মৌসুমি ফল তালের ব্যবসা শুরু করেছে। চলমান লকডাউনে তারা লোকসান গুনছেন। তাদের মধ্যে হতাশা কাজ করছে, কিভাবে সংসার চালাবেন। তার পরে তো কিস্তির চাপ রয়েছেই।