বাংলাদেশ প্রেস ক্লাব- ডোমার উপজেলা শাখার সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন

বাংলাদেশ প্রেস ক্লাব- ডোমার উপজেলা শাখার সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন

190815742 3834865726624393 4411797971024816339 N

মুক্তি যুদ্ধের চেতনায় সারাদেশ ব্যাপী সাংবাদিকদের ঐক্যবদ্ধ ও অধিকার আদায়ের লক্ষ্য– গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কতৃক অনুমোদিত গভঃরেজিঃ – ৯৮৭৩৬/১২বাংলাদেশ প্রেস ক্লাব- ডোমার উপজেলা শাখার সাত সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন।
সুমন রেয়াজী।ডোমার প্রতিনিধি।আইডি ৪২০
সংগঠনটির প্রতিষ্ঠাতা মহাসচিব সাংবাদিক ফরিদ খাঁন এর নির্দেশে নীলফামারী জেলা শাখা’র আহবায়ক মাইনুল হক ও সদস্য সচিব আব্দুল বারী,স্বাক্ষরিত লেটার হেড প্যাডে ভোরের কাগজের ডোমার উপজেলা প্রতিনিধি, জাবেদুল ইসলাম সানবীমকে আহবায়ক, দৈনিক আমার সংবাদ পত্রিকার ডোমার উপজেলা প্রতিনিধি, নুরকাদের সরকার ইমরানকে, সদস্য সচিব ও একে এম সুমন রিয়াজী, সাইদুল ইসলাম, শাহিনুর ইসলাম বরাতকে যুগ্ম আহবায়ক, সাখাওয়াত আমিনকে সদস্য সাংগঠনিক ও শিহাব হাসান শাসনকে সদস্য অর্থ করে গঠনতন্ত্র মোতাবেক ডোমার উপজেলা শাখার সাত সদস্য সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দেন নীলফামারী জেলা আহবায়ক ও সদস্য সচিব।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan