মার্কিন যুক্তরাষ্টে বিভাগীয় প্রধান হলেন বিজ্ঞানী ড.নাজলী কিবরিয়া
- Update Time :
শনিবার, ২৯ মে, ২০২১
-
১৩৯
Time View
শাহান সোহেল [১০০০] বিডিইউনিয়ন প্রতিনিধি
বাংলাদেশি বংশোদ্ভূত সমাজবিজ্ঞানী ড. নাজলী কিবরিয়া বস্টন বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের চেয়ার বা প্রধান নিযুক্ত হয়েছেন৷ সিলেটের হবিগঞ্জ জেলা নবীগঞ্জ-উপজেলার জালাল-সাফ আদর্শগ্রাম (গোপলার-বাজার)এর বাংলাদেশ সরকারের সাবেক সফল অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার মেয়ে
নাজলী কিবরিয়া এর আগে এই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন৷
বস্টন বিশ্ববিদ্যালয়ে যোগদানের আগে নাজলী কিবরিয়া হার্ভার্ড, টুফটস ও সাউথ ক্যালিফোর্নিয়ার মতো নামকরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন৷ তাঁর গবেষণাকর্ম একাধিক নামকরা গবেষণা প্রতিষ্ঠান কর্তৃক স্বীকৃতি পেয়েছে৷ সমাজতত্ত্ব ও নারী-পুরুষ বিষয়ে তাঁর কাজের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক ফেলোশিপ ও পুরস্কার পেয়েছেন৷
নাজলী কিবরিয়া পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৪ সালে সমাজতত্ত্বে পিএচইিড ডিগ্রি লাভ করেন৷ পরিবারের সমাজতত্ত্ব তাঁর বিশেষাযিত কাজের ক্ষেত্র।
Please Share This Post in Your Social Media