গাইবান্ধায় প্রচন্ড তাপদহে জনজীবন দূর্বিষহ
- Update Time :
সোমবার, ২৪ মে, ২০২১
-
২১
Time View
গাইবান্ধা রিপোর্টার (৯৭৮)
প্রচন্ড তাপদাহে বিপন্ন গাইবান্ধার সাধারণ মানুষের জীবন। আজ সোমবার গাইবান্ধা তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয়। রোদের তাপের কারণে খেটে খাওয়া মানুষের কাজে ব্যাঘাত হচ্ছে। একটু প্রশান্তির আশায় লোকজন গাছের ছায়ায় খুঁজেন কিন্তু বাতাস না থাকায় সেই প্রশান্তি নেই। এছাড়াও গৃহিনিরা গৃহস্থালি কাজ কর্ম সঠিকভাবে করতে পারছে না, ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। অফিসগামী লোকজনও আছে গরমে জ্বালায়। সাধারণ লোকজন একটু প্রশান্তি আশায় বৃষ্টির আশায় রয়েছে। আশাবাদী অতি তাড়াতাড়ি বৃষ্টি এসে শীতল করে দিবে জনজীবন।
Please Share This Post in Your Social Media