পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য কমিউনিটি নেতা ফারুক কামালী
- Update Time :
বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
-
১৪৩
Time View
শাহান-সোহেল [১০০০]সুনামগঞ্জ: প্রতিনিধি
দেশ-বিদেশে অবস্থানরত-জগন্নাথপুর উপজেলার সর্বস্তরের জনগনকে পবিএ ঈদুল ফিতরের শুভেচ্ছা-মোবারকবাদ জানিয়েছেন যুক্তরাজ্য কমিউনিটি বিশিষ্ট ব্যবসায়ী ও আল-ফারুক শপিং কমপ্লেক্স-জগন্নাথপুর-সিলেট বাসস্ট্যান্ডের স্বতাধিকারি-ফারুক কামালী।
শুভেচ্ছা বার্তা= ঈদ উৎসবে আমি মহান আল্লাহ্ তায়ালার নিকট সমগ্রহ মুসলিম উম্মাহর জন্য শান্তি কামনা করছি।ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সবার জীবন।
ঈদ সবার জীবনে নিয়ে আসে আনন্দের ধারা,এবার সেই আনন্দে কালো মেঘ হয়ে এসেছে করোনাভাইরাস।তাই আসুন এই সংকটময় মুহূর্তে একে অপরের প্রতি সহানুভূতিশীল ও সাহায্য সহযোগীতার হাত বাড়িয়ে একে অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করি।
____ঈদ মোবারক-শুভেচ্ছান্তে: ফারুক কামালী
Please Share This Post in Your Social Media