ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মিভুত যশোর টাউন হল মাঠ সংলগ্ন হকার্স মার্কেট

ভয়াবহ অগ্নিকান্ডে ভষ্মিভুত যশোর টাউন হল মাঠ সংলগ্ন হকার্স মার্কেট

176125050 1672366076288576 6814650106453991304 N

মোঃমামুন হোসেন প্রতিনিধি ঃযশোর সদরআইডি নং ঃ৯১৭
যশোর টাউন হল মাঠ সংলগ্ন হ্কর্স মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। এতে কমপক্ষে ১০টি দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে অগ্নিকান্ডটি ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট রাত ১২টা থেকে একযোগে কাজ করে পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা তদন্ত ছাড়া বলা যাবে না বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তারা। তবে প্রাথমিক ভাবে ধারণা করা যাচ্ছে যে বৈদ্যুতিক শর্টসার্কিট এর মাধ্যমে অগ্নিকান্ডটি ঘটেছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan