আজ ১৮ এপ্রিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের মাতা ও দেশের অন্যতম সংবিধান প্রণেতা প্রখ্যাত আইনজীবী মরহুম সিরাজুল হকের সহধর্মিনী বীর মুক্তিযোদ্ধা জাহানারা হকের প্রথম মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের এ দিনে ৮৬ বছর বয়সে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
উল্লেখ্য, মরহুমা জাহানারা হক ২০১৯ সালের ২৬ অক্টোবর রাতে বনানীর বাসভবনে হার্ট অ্যাটাক ও ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। এরপর দীর্ঘ প্রায় ছয় মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে তিনি পরলোকগমন করেন। তাঁকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়।