গলাচিপায় ইউপি নির্বাচনে দল থেকে ৪ স্বতন্ত্র প্রার্থী বহিস্কার

গলাচিপায় ইউপি নির্বাচনে দল থেকে ৪ স্বতন্ত্র প্রার্থী বহিস্কার

Galachipa Pic 28.03.2021

গলাচিপায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় শৃংখলাভঙ্গ করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগ গলাচিপা উপজেলা শাখা ৪ চেয়ারম্যান প্রার্থীকে দল থেকে বহিস্কার করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত লিখিত সাংবাদিক সম্মেলন পাঠ করে বিষয়টি নিশ্চিত করেছেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত লিখিত বিজ্ঞপ্তিতে বহিস্কারকৃতরা হলেন মো. আনোয়ার হোসেন মৃধা -উপদেষ্টা মন্ডলীর সদস্য গলাচিপা উপজেলা আওয়ামী লীগ, গোলাম গাউস তালুকদার নিপু সহ-সভাপতি গলাচিপা উপজেলা আওয়ামী লীগ, মো. মিজানুর রহমান সদস্য গলাচিপা উপজেলা আওয়ামী লীগ ও মো. দেলোয়ার হোসেন সহ-সভাপতি আমখোলা ইউনিয়ন আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃংখলাভঙ্গ করে নৌকার মার্কার প্রার্থীর প্রচারণায় বিঘœ ঘটানোর দায়ে তাদের দল থেকে বহিস্কার করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলম, প্রেস ক্লাব সভাপতি খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক বৃন্দ প্রমুখ। অপরদিকে দেশব্যাপি হেফাজতে ইসলামের ডাকা হরতালের বিরুদ্ধে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan