কাশিয়ানীতে বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন
- Update Time :
বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
-
১৯
Time View
হাবিবুর রহমান, আইডি নং-৯১২
গোপালগঞ্জ প্রতিনিধিঃশ্রদ্ধা আর ভালবাসায় বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এদিকে, সকাল ৮টায় আওয়ামী লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হয়।
বেলায় ১১ টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শরাফত হোসেন লাভলু মৃধা, সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান খায়ের, দপ্তর সম্পাদক শহিদুল খন্দকার, ঢাকা মহানগর উত্তর মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মোল্লা খালিদ হোসেন লেবু, উপজেলা আওয়ামী যুবলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক কাজী সিরাজুল ইসলাম হারুন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পিকুল, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন (আনু), সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান মো: মশিউর রহমান খান, ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধাসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
Please Share This Post in Your Social Media