জাতির পিতার জন্ম শত বাষিকী উপলক্ষ্যে কুইজ প্রতিযোগতার আয়োজন করে মোনঘর আবাসিক বিদ্যালয়

জাতির পিতার জন্ম শত বাষিকী উপলক্ষ্যে কুইজ প্রতিযোগতার আয়োজন করে মোনঘর আবাসিক বিদ্যালয়

161625838 442169533683527 2561521650263340999 O

তপন চাকমা, আইডি নং ৯৫৪ রাঙ্গামাটি প্রতিনিধি
পাহাড়ের বাতিঘর “মোনঘর”। ১৯৭৪ সালে বৌদ্ধ সমাজের আত্মনিবেদিত ও উজ্জল নক্ষত্র স্বরুপ এক দল বৌদ্ধ ভিক্ষু দ্বারা প্রতিষ্ঠা করা হয় স্বেচ্ছাসেবী সংস্থা মোনঘর। সমাজ ও জাতিকে আলোকিত করার মানসে ১৯৮০ সালে প্রতিষ্ঠা করা হয় “মোনঘর আবাসিক বিদ্যালয়”। এ প্রতিষ্ঠানে ১৭ মার্চ ২০২১ জাতির পিতা বঙ্গবন্ধু ‘র জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুইজ প্রতিযোগিতা উদ্ধোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু ঝিমিত ঝিমিত চাকমা। এছাড়াও রয়েছেন বিজ্ঞ বিচারকমন্ডলী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। উক্ত প্রতিযোগিতায় বিদ্যালয়ের তিন (অস্টম, নবম ও দশম) শ্রেণির ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করেছে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan