ভাতা ভোগীদের মোবাইল একাউন্ট খোলার কাজ সম্পুর্ণ হলো
- Update Time :
রবিবার, ৭ মার্চ, ২০২১
-
৩৪
Time View
Young woman depositing check by phone in the cafe
বাসুদেব রাজ বংশী টাংগাইল প্রতিনিধি আইডি নংঃ৯২৩
সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত বিভিন্ন ভাতাভোগীদের মাঝে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ভাতা প্রদানের জন্য ভাতাভোগীদের মোবাইল একাউন্ট খোলার কাজ সম্পুর্ণ করা হয়।
টাংগাইল জেলার বাসাইল উপজেলায় ধাপে ধাপে বাসাইল পৌরসভা সহ বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়ন পরিষদ এবং কাউলজানি ইউনিয়ন পরিষদের বয়স্ক,বিধবা,প্রতিবন্ধী সকল ভাতাভোগীদের ভাতা প্রদানের জন্য মোবাইলে একাউন্ট খোলা হয়।
এখানে পৌরসভা কাঊন্সিলর,ইউপি সদস্য ও গ্রাম পুলিশের সার্বিক সহযোগিতায় এবং নগদ টিমের সহযোগিতায় কাজটি সম্পুর্ণ করা হয়।
এই নগদ একাউন্ট খোলার জন্য প্রয়োজন হয় ভাতাভোগীদের মোবাইল সিম সংযোসহ মোবাইল হ্যান্ডসেট, জাতীয় পরিচয় পত্র এবং ভাতার বই।
Please Share This Post in Your Social Media