চাঁদপুর জেলা প্রতিনিধিঃ
স্বাস্থ্যবিধি মেনে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা স্থগিতের প্রতিবাদে মানববন্ধন পালিত হয়। ২৫ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১১টায় চাঁদপুর সরকারি কলেজ গেইটে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানববন্ধনের আয়োজন করে।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন,
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক সামিউল প্রধান, সহ-সভাপতি আক্তারুজ্জামান তালুকদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক মানিক মিয়া সহ চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থী ইসরাত বিনতে শরীফ,মামুনুর রশীদ,আরিফুল ইসলাম,পুরানবাজার ডিগ্রি কলেজের আকরাম হোসেন,মানিক,আলম হোসেন,আবির রয়,সরকারি তিতুমীর কলেজ শিক্ষার্থী হাসিবুল ইসলাম,বিইউপিটি বিশ্ববিদ্যালয়ের রেদোয়ান হোসেন সহ চাঁদপুর জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা।
মানববন্ধনের চাঁদপুর জেলার সভাপতি মোঃ মাহমুদুল হাসান বলেন, সরকার করোনার দোহাই দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, দেশের অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো খোলা রেখে শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে লাখ লাখ শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিচ্ছয়তায় ফেলে দিয়েছে। সাধারণ সম্পাদক সামিউল প্রধান বলেন,মানববন্ধন থেকে দাবী করেন, অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার পরিবেশ তৈরি করে দিতে হবে এবং স্থগিত পরিক্ষা চালুর ব্যবস্থা করতে হবে।