গোবিন্দগঞ্জে নৌকার মার্কার সমর্থনে বিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত
- Update Time :
বৃহস্পতিবার, ২১ জানুয়ারি, ২০২১
-
৫১
Time View
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত মেয়র প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলমের নৌকা মার্কার সমর্থনে বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিশাল প্রচারনা মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনারে এসে শেষ হয়। এরপর শহীদ মিনারের সামনে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলুর পরিচালনায় এ পথসভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান,এমপি’র সমন্বয়কারী আব্দুল্লা আল হাসান চৌধুরী লিটন,কামারদহ ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা কাজী সাখাওয়াত হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরকার তাজু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, সাংগঠনিক সম্পাদক কোচাশহর ইউপি’র সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, পৌর আওয়ামীলীগের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দিন রুমী প্রমুখ। পৌর আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media