চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু
- Update Time :
শনিবার, ৯ জানুয়ারি, ২০২১
-
৫৫
Time View
মোঃ মহিউদ্দিন ফারুকী
চট্টগ্রাম রিপোর্টার
চসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরীর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু আজ থেকে
আজ 8 ই জানুয়ারি রোজ শুক্রবার চট্টগ্রাম বহদ্দারহাট জামে মসজিদে জুমার নামাজের শেষে মা-বাবা ও মুরুব্বিদের কবর জিয়ারত করার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী।
নির্বাচনী প্রচারণার প্রথম দিনে তিনি প্রথমেই ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড, ২নং জালালাবাদ ওয়ার্ড ও ৩ নং পাচলাইশ ওয়ার্ড এ গণসংযোগ করবেন। এ সময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামী লীগ গণতান্ত্রিক দল। সব সময় গণতন্ত্র চর্চা করে গণতান্ত্রিক সুষ্ঠু পরিবেশে নির্বাচন হোক আমি সেটাই চাই। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট হোক আমি মনেপ্রাণে সেটাই আশা করি। গণসংযোগের মধ্যেও আমরা সামাজিক দূরত্ব মানার চেষ্টা করব কারণ আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে। আমি মনে করি বিভিন্ন দল থেকে যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তারা শেষ পর্যন্ত নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখবে।
Please Share This Post in Your Social Media