দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের কাজের উন্নয়ন

দেলদুয়ার উপজেলার লাউহাটী ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের কাজের উন্নয়ন

131022940 751007089106736 1638008584596676088 N

মোঃনাছিম উদ্দিন
আই ডি নং-৬৩৭
বিডি ইউনিয়ন নিউজ
প্রতিনিধিঃ দেলদুয়ার,টাঙ্গাইল।
দাড়িয়াপুর টু শশীনাড়া রাস্তার কাজ এবং দাড়িয়াপুর দৃষ্টি নন্দন রাস্তার কাজ এক সাথে চলমান আছে। এবং দাড়িয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের কাজ শেষ হয়েছে এবং সেই সাথে দাড়িয়াপুর মেজর জেনারেল অবঃ মাহমুদুল হাসান উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলামান আছে। তার জন্য দাড়িয়াপুর গ্রামের পক্ষ থেকে দেলদুয়ার নাগরপুরের গণমানুষের নেতা জনাব আহসানুল ইসলাম টিটু সাহেব মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। তার চিন্তা চেতনা তৃণমূল পর্যায়ে কাজ করে গ্রামকে শহরে রুপান্তরিত করাই হচ্ছে তার মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan