মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে লৌহজংয়ে শীত বস্ত্র বিতরণ

মুজিব শতবর্ষ ও বিজয় দিবস উপলক্ষে লৌহজংয়ে শীত বস্ত্র বিতরণ

131906003 2904994666491991 3585618564658906448 N

ফৌজি হাসান খাঁন রিকু,
আইডি নং-৭৫৩
লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
মুজিব শতবর্ষ ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লৌহজংয়ের কুমারভোগ ইউনিয়নের মেম্বার জুন্নু শেখের উদ্যোগে ২শতাধিক অসহায় হতদরিদ্র গরীব পরিবারের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৩নং খড়িয়া গ্রামের জুন্নু মেম্বারের নিজ বসতবাড়ি থেকে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সমাজ সেবক হাজী আবুল শেখ, সোবাহান শেখ, হাজী নুরুল ইসলাম শেখ, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, সাবেক দুই সাধারণ সম্পাদক আবুল বাসার খান, গোপাল চন্দ্র পাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল শেখ, স্থানীয় নেতা আনোয়ার হোসেন জনি, মিজান হাওলাদার, আবুল কালাম শেখ, আলী আগরব শেখ, মিল্টন শেখ, জেমু শেখ, ৩নং খড়িয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মুজিবর শেখ, সাধারণ সম্পাদক আশরাফ উকিল, ছাত্র লীগ নেতা নাঈম মোল্লা, আল আমিন বেপারী, লিখন মৃধা, পারভেজ, সিফাত, রিমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan