বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য এক বিশাল শুখবর নিয়ে আসছে DGhub24

বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য এক বিশাল শুখবর নিয়ে আসছে DGhub24

130784153 711990166414952 7736651579252881507 N

নামঃ মঈনুদ্দিন
উত্তরা প্রতিনিধি,
ঢাকা
বিডি ইউনিয়ন নিউজ
১৫/১২/২০২০
বাংলাদেশী ফ্রিল্যান্সারদের জন্য এক বিশাল শুখবর নিয়ে আসছে DGhub24.সৌদি আরব এবং career hub নিয়ে আসছে এই বিশাল সুযোগ। এখন থেকে বাংলাদেশী যেকোনো ফ্রিল্যান্সারা তাদের মোবাইলের মাধ্যমে তারা তাদের অর্থ সংগ্রহ করতে পারবেন। আজ রাত ৮ টার সময় অনলাইনের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের
উদ্বোধন করবেন বাংলাদেশের বিশাল সুখবর নিয়ে আসছে ডিজে hub টোয়েন্টিফোর ও career hub. Com CEO mr.hamy hossain.তিনি ২০১৬ সালে তার লিখিত একটি বই The Fire your Boss বইটির মাধ্যমে পরিচিতি লাভ করেন। তিনি হচ্ছেন একজন তরুন ডিজিটাল এন্টারপ্রেনার। তার লিখিত বইটি ২০২০সালে আমাজনে বেস্ট সেলার আওয়ার্ড লাভ করেন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন সৈয়দ মজিবুল হক।ডিরেক্টর অফ আই . ডি. ই,এ ICT division.

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan