সংবাদকর্মী নিয়োগের নামে চলছে বাণিজ্য

সংবাদকর্মী নিয়োগের নামে চলছে বাণিজ্য

Voter Id 1

 

খন্দকার জাহিদুল ইসলাম মারুফ:
সংবাদকর্মী নিয়োগের নামে বিভিন্ন অনলাইন নিউজ পোর্টাল ও আইপি চ্যানেল খুলে আইডি কার্ডের রমরমা বাণিজ্য চলছে ৷ তথ্য মন্ত্রণালয়ের নিয়মনীতির কোন তোয়াক্কা না করেই ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠা অধিকাংশ নিউজ পোর্টালগুলো আইডি কার্ডের বাণিজ্য করছে দেদারচ্ছে ৷

গনমাধ্যমের প্রতি দুর্বলতার কারনেই অসাধু ব্যক্তিগুলো সংবাদ কর্মী নিয়োগের নামে আইডি কার্ডের দোকান খুলে বসেছে৷ আর স্কুল, কলেজ পড়ুয়া কোমল মতি ছাত্র-ছাত্রীরা আইডি কার্ডের ফান্দে আটকে অহরহ প্রতারিত হচ্ছে ৷

ফেইসবুকের ডাটা অন করলেই সংবাদকর্মী নিয়োগের রং-বেরংয়ের বিজ্ঞাপন চোঁখের সামনে ভেসে আসে ৷ যদিও সেসব ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা ও নিয়মনীতি মানা হয় না ৷ আর তার মুল কারন হলো আইডি কার্ডের ব্যবসা৷ তারপর সারা দেশের প্রতিটা থানায় আইডি কার্ড বিক্রয় শেষে তাদের আর খুঁজে পাওয়া যায়না৷

এমনই এক সংবাদকর্মী নিয়োগের বিজ্ঞাপন দেখে ফয়সলা( ছদ্ম নাম ) নামের এক ব্যক্তি চ্যানেল-6 এর রিপোর্টার হওয়ার জন্য আবেদন করে ৷ তারপর উক্ত চ্যানেল থেকে ফয়সাল কে রিপোর্টার নিয়োগে সম্মত হয় ৷ এক্ষেত্রে ফয়সালের অনুকূলে চ্যানেল সিক্স থেকে যে ই-মেইল টি পাঠানো হয় তা হুবহু তুলে ধরা হলো-

“প্রিয় সংবাদকর্মী, আপনি জেনে আনন্দিত হবেন যে, আমেরিকা ভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন Channel-6 এর সংবাদকর্মী হিসেবে একাধিক আবেদন কারীদের মধ্যে আপনার আবেদনটি পর্যালোচনা করে আপনি সহ মোট ২ জন কে প্রাথমিক ভাবে উক্ত পদে মনোনিত করা হয়েছে ৷ নিয়োগ দেওয়া হবে ১ জন কে ৷ যে আগে নিয়োগটি চূড়ান্ত করবে তাকেই অগ্রাধিকার দেওয়া হইবে ৷

আপনার অবগতির জন্য জানাচ্ছি যে, চ্যানেল-6 অত্যাধুনিক তারবিহীন স্যাটেলাইট প্রযুক্তি ডিটিএইচ এর ডিস টিভি সেবার পাশাপাশি, উত্তর আমেরিকায় সমপ্রচার সহ বর্তমানে বাংলাদেশের ২৫ টিরও বেশি জেলা/উপজেলায় পরিক্ষামুলক সমপ্রচার করছে ৷

কিছু কথা:-
Channel-6 প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার জামানত গ্রহণ করেনা ৷ ভিডিও সংবাদে উন্নত সাউন্ড কোয়ালিটি এবং লাইভ এর সাউন্ড কোয়ালিটি পাবার জন্য, মোবাইল এবং ক্যামেরায় সংযোগ করার জন্য ইকো-৫ Brand এর ১ টি ওয়ালেস মাইক্রোফোন ব্যাবহার করতে হবে ৷

( যাতে চ্যানেল সিক্স এর লগো সেট করা থাকবে এবং চ্যানেল সিক্স ১ টি Software অটোমেটিক কনফিগার করা থাকবে৷)

আপনার সংবাদ ধারন এবং আপনার পরিচয় বহন করার স্বার্থে, শুধুমাত্র সেই ওয়ালেস মাইক্রোফোনের বাজার মূল্য ৭০০০/- টাকা জমা দিয়ে উক্ত ওয়ালেস মাইক্রোফোনটি নিয়ে আপনাকে ব্যবহার করতে হবে ৷ আপনার প্রেস আইডি কার্ড সহ অন্যান্য উপকরণ Channel-6 বিনামূল্যেই প্রদান করবে ৷

নিয়োগটি চূড়ান্ত করতে চাইলে-
আগামী ২১ই অক্টোবর, এর মধ্যে 01644993625 ( এইচআর এডমিন) এর ফোন নাম্বারে যোগাযোগ করে উক্ত ওয়ালেস মাইক্রোফোনটির দাম ৭০০০/- টাকা পরিশোধ করে আপনার প্রেস আইডি কার্ড এবং নিয়োগ পত্র বুঝে নিয়ে নিয়মিত সংবাদ পাঠাতে বলা হইল ৷

বি.দ্র: নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগটি চূড়ান্ত না করলে আপনার আবেদনটি বাতিল করে অন্য আবেদন কারীকে দেয়া হইবে ৷

সুযোগ সুবিধা :

নিয়োগ চূড়ান্ত হবার পর সম্মানী ভাতা প্রদান করা হবে এবং Breaking News, প্যাকেজ সংবাদ সহ অন্যান্য সংবাদের উপর অালাদা আলাদা ভাবে বিল প্রদান করা হবে৷ যা নিয়োগ পত্রে উল্লেখ থাকবে৷

ধন্যবাদান্তে,
. অঞ্জন চৌধুরী
. বার্তা প্রধান – চ্যানেল সিক্স ৷

ইউ,এস, বাংলা লিজিং করপোরেশন লি: এর অঙ্গ প্রতিষ্ঠান ৷
ঢাকা অফিস- ইউ,এস সেন্টার, ১৪ / এ , মতিঝিল বা / এ ঢাকা ৷
প্রধান অফিস- ১৭১ , হিলিয়ার্ডস ট্রিট, ম্যানচেস্টার সিটি , কানেকটিকাট, আমেরিকা ৷
উত্তরা অফিস- সেক্টর ১২ , রোড নং ১৪ , উত্তরা মডেল টাউন , ঢাকা ৷
ফোন – ০১৭১৩৪৯২৬৫৯

চ্যানেল সিক্স এর উক্ত মেইল টি পাওয়ার পর উল্লেখিত এইচআর এডমিন এর নাম্বারে যোগাযোগ করা হলে তিনি বলেন সকাল দশ টার মধ্যে বিকাশে ৭০০০ টাকা দিতে হবে এবং বিকাল চার টার সময় নিয়োগ পত্র দেয়া হবে৷ অতপর তার নাম জানতে চাইলে তিনি বলেন তার নাম সারোয়ার আলম আবার অন্য নাম্বার দিয়ে কল দিয়ে জানা যায় তার নাম আলতাব হোসেন৷

যদিও ই-মেইল এ যে ঠিকানা পাঠানো হয়েছে সেই ঠিকানায় চ্যানেল সিক্স এর কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায় নাই ৷ চ্যানেল সিক্স এর উত্তরা অফিসের ঠিকানা খুঁজে না পাওয়ায় কথিত এডমিন সারোয়ার আলমের কাছে উল্লেখিত ঠিকানা জানতে চাইলে তিনি কল কেটে দিয়ে তার নাম্বারটি বন্ধ করে দেন৷

এভাবেই চলছে সংবাদকর্মী নিয়োগের নামে আইডি কার্ডের রমরমা ব্যবসা৷ আর এতে করে অহরহ প্রতারিত হচ্ছে মিডিয়ার প্রতি দুর্বল স্কুল , কলেজ পড়ুয়া ছাত্র-ছাত্রীরা ৷ এমতাবস্থায় আইডি কার্ড বাণিজ্য বন্ধের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি৷

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan