গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানা মূলে ৯ আসামী গ্রেফতার

গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানা মূলে ৯ আসামী গ্রেফতার

122424338 2782684088641085 111930419674199295 N

গাইবান্ধা প্রতিনিধি id  ৯০৪ :গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানায়২৩ অক্টোবর অভিযান চালিয়ে এসআই শফিকুল, এসআই আরিফুল, এসআই খন্দকার আমিনুল, এসআই মামুনুর রশিদ, এএসআই মুসফিকুরদের সমন্বয়ে একটি টিম দ্রুত বিচার, নারী নির্যাতন ও মাদক মামলার আসামী ১/ বিপুল (৩০) পিতা ওয়াহেদ সাং বিশ্বনাথপুর বর্তমানে গোরস্তান পাড়া ২/ মিলন(২৮) পিতা বাবলু সরকার সাং পান্থাপাড়া ৩/ মোখলেছার (৪০) পিতা নুরুল হুদা গাছু সাং ধর্মা ৪/ছালাম(২৬) পিতা মোঃ রঞ্জু মিয়া ৫/ রঞ্জু মিয়া (৫০) পিতা মৃত আমির নাছির উদ্দিন উভয় সাং পান্থাপাড়া দূর্গাপুর ৬/ নাদিম(২০) পিতা বাপ্পি সাং পান্থাপাড়া ৭/ মঞ্জু মিয়া(৪০) পিতা জহুরুল সাং মালাধর (৮) শাহেদা বেগম (৪০) স্বামী রঞ্জু মিয়া সাং পান্থাপাড়া দূর্গাপুর ও (৯) নাজমা বেওয়া (৫০) স্বামী মৃত রেজাউল করিম সাং মালঞ্চা সর্ব থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধাদের কে গ্রেফতারী পরোয়ানা মূলে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান জানান,
আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।কোন কোন আসামির বিরুদ্ধে একাধিক গ্রেফতারী ওয়ারেন্ট ছিলো।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan