ফুলপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বুধবার

ফুলপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বুধবার

121431081 1242889372740306 5907834218590275528 N

,মোহাম্মদ আহসান উল্লাহ
আইডি নং-৮৪৩
সোমবার (১২ অক্টোবর) ফুলপুর উপজেলা আইন – শৃঙ্খলা কমিটির মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী বুধবার (১৪ অক্টোবর) ফুলপুর পৌর সদরে চরপাড়া (খাদ্য গুদাম) মোড় হতে বালিয়া মোড় পর্যন্ত মহাসড়কের দু’পাশের সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হইবে। অাগামীকাল মঙ্গরবার ( ১৩ অক্টোবর) এর মাঝে ফুলপুর পৌর এলাকার চরপাড়া মোড় হতে বালিয়া মোড় পর্যন্ত মহাসড়কের উভয় পাশের অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দিয়ে আজ সোমবার বিকালে উক্ত সিদ্ধান্ত প্রচার করা হবে।এরপর অাগামী বুধবার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

Please Share This Post in Your Social Media

© ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY Rayhan